বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। এ সময় বাংলাদেশে ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে ডেনমার্ক আগ্রহী বলেও জানান রাষ্ট্রদূত। গতকাল সকালে রাজধানীর গুলশানে মঈন খানের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন সাধারণ নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং তাদের নীতিগত অবস্থানের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। মঈন খান বলেন, ভবিষ্যতে বিনিয়োগ এবং প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য বাংলাদেশে একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ অর্জনে বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সহায়ক হবে। যা ভবিষ্যতে বিনিয়োগ ও প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। মঈন খান জানান, চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত উপকূলীয় অঞ্চলে যথাক্রমে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রদূত। দীর্ঘদিনের প্রস্তাবিত সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারের বিষয় এবং এ ক্ষেত্রে ডাচ বিশেষজ্ঞতার ব্যবহার নিয়ে আলোচনা করেন তারা। এ ছাড়া সংসদের উচ্চকক্ষ এবং পিআর পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মঈন খান পিআর পদ্ধতি ব্যবস্থার সুবিধা-অসুবিধা এবং বাংলাদেশ ও ইউরোপীয় সমাজের মধ্যে প্রেক্ষাপটের পার্থক্য তুলে ধরেন। বাংলাদেশ যখন একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো অর্জন করবে, তখন দুই দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেন উভয় পক্ষ।
শিরোনাম
- একই দিনে পৃথক ব্যালটে গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু