স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ এর ফাইনাল সিজনের প্রথম ভলিউম মুক্তি পেতেই প্ল্যাটফর্মটি সাময়িকভাবে অচল হয়ে পড়ে। অতিরিক্ত দর্শক চাপের কারণে বিশ্বব্যাপী বহু ব্যবহারকারী অ্যাপ ও ওয়েবসাইটে ভিডিও চালাতে ব্যর্থ হন।
ডাউনডিটেক্টরের তথ্যে জানা যায়, নেটফ্লিক্স ডাউন হওয়া নিয়ে প্রায় ১০ হাজারের বেশি রিপোর্ট জমা হয়েছে। তাদের হিসাবে, ৫১ শতাংশ ব্যবহারকারী ভিডিও লোড করতে পারেননি, আর ৪৯ শতাংশ ব্যবহারকারী সংযোগ সমস্যার অভিযোগ করেন।
হঠাৎ করে স্ট্রিমিং সেবা ব্যাহত হওয়ায় সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেক দর্শক। তবে নেটফ্লিক্সের জন্য এটি এক অর্থে ইতিবাচক কারণ সিরিজটি ঘিরে দর্শকের বিপুল আগ্রহই প্ল্যাটফর্মকে ডাউন করে দেয়।
ডাফার ব্রাদার্সের নির্মাণ করা ‘স্ট্রেঞ্জার থিংস’ শুরুর পর থেকেই ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে দর্শকদের মধ্যে। সময়ের সঙ্গে সিরিজটির জনপ্রিয়তা কেবল বেড়েই চলেছে।
বিডি প্রতিদিন/মুসা