পুরান ঢাকার মত ঘনবসতিপূর্ণ এবং পরিবেশগত চ্যলেঞ্জের শিকার এলাকায় নির্বাচনী প্রচারণার ধরণ দেখেই বোঝা যাচ্ছে তথাকথিত বড় রাজনৈতিক দলগুলোর দ্বারা নয়া বন্দোবস্ত সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনকালীন মিডিয়া উপ-কমিটির সাধারণ সম্পাদক খান মুহাম্মদ মুরসালীন। তিনি জাতীয় নাগরিক পার্টির পক্ষে ঢাকা-৬ থেকে মনোনয়ন প্রত্যাশী।
শনিবার পুরান ঢাকার বাংলাবাজারে পরিচ্ছন্ন ঢাকার দাবিতে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
মুরসালীন বলেন, আমরা লক্ষ্য করছি পুরান ঢাকার নির্বাচনী প্রচারণায় নতুনত্ব নেই। শহরের দেয়াল পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুনের চাপে সাধারণ মানুষের চলাচল কষ্টকর হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, যারা সংসদে গিয়ে জনগণের সেবা করবেন তাদেরই প্রচারণায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, আর সিটি করপোরেশন বিষয়টি দেখলেও নিস্তব্ধ।
মুরসালীন আরও বলেন, জনগণ এখন প্রার্থীদের পলিসি ও কার্যক্রম সম্পর্কে জানতে চায় ছেলেমেয়েদের সুস্থ বিকাশ, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা, দুর্যোগে নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবসার প্রসার নিশ্চিতকরণ। তিনি বলেন, শুধু ব্যানার-বিলবোর্ড দিয়ে মানুষকে প্রভাবিত করা যাবে না; পরিবর্তন দেখাতে হবে কাজের মাধ্যমে।
বিডি প্রতিদিন/মুসা