ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, নেতৃত্বের অযোগ্যতা ও ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে গত ৫৪ বছরে উত্তবঙ্গের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আজকে জুলাই বিপ্লবের পরে ঐতিহাসিক সুযোগ এসেছে, সেটা আমাদের কাজে লাগাতে হবে।
এসময় ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি।
শনিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে ঠাকুরগাঁও-০৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমানের সমর্থনে এক তারুণ্য উৎসবে এসে তিনি একথা বলেন।
ভিপি সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তারুণ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে। ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই অঞ্চলের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে।
এসময় তারুণ্য উৎসবে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/হিমেল