ঢাকা–১৩ আসনের এমপি প্রার্থী আকরাম হুসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা মো. আদিলুর রহমান খানের কাছে উর্দুভাষী জনগণের পুনর্বাসন, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং জেনেভা ক্যাম্পের শিক্ষার সংকট সমাধানের দাবি নিয়ে একটি স্মারকলিপি পেশ করেছে।
এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) নেতৃবৃন্দ, জেনেভা ক্যাম্পের তরুণ এবং সাধারণ নাগরিকরা। আরও উপস্থিত ছিলেন ড্রিম এনএলজে হাই স্কুলের সভাপতি মোহাম্মদ পারভেজ আলম, সহ-সভাপতি শাহনেওয়াজ আহমেদ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টিপু, সদস্য মো. রাজু, সমাজকর্মী সানিয়া আহমেদ সোনালী, এনসিপির সদস্য জিয়া উদ্দিনসহ আরও অনেকে।
আকরাম হুসাইন স্মারকলিপিতে উল্লেখ করেন, উর্দুভাষী জনগণ বাংলাদেশের নাগরিক হিসেবে শিক্ষা, বাসস্থান এবং সম্মানজনক জীবনের অধিকার পাওয়ার দাবিদার। তিনি সরকারের উচ্চপর্যায়ে তাদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ড্রিম এনএলজে হাই স্কুল পরিচালনাকারীরা জানান, জেনেভা ক্যাম্পে ৩০০ শিক্ষার্থী ধারণক্ষমতা বিশিষ্ট মাত্র একটি স্কুল আছে। কিন্তু প্রতিবছর প্রায় ১৫০০ শিক্ষার্থী ভর্তি হতে চায়। ফলে ১২০০ শিক্ষার্থী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
স্কুলটির সভাপতি মোহাম্মদ পারভেজ আলম বলেন, অতি দ্রুত স্কুল সম্প্রসারণ অথবা নতুন স্কুল নির্মাণ ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয়।
সহ-সভাপতি শাহনেওয়াজ আহমেদ খান বলেন, এখন পর্যন্ত তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সমাজকর্মী সানিয়া আহমেদ সোনালী জানান, তারা সবসময় বৈষম্যের শিকার হয়ে আসছেন।
এদিকে, উপদেষ্টা মো. আদিলুর রহমান খান স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি দ্রুত পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল