বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াতকে ভোট দিলে দেশ ২০০ বছর পিছিয়ে যাবে। দেশ জাহেলিয়াত যুগের মতো হবে। নারীদের পা শিকল বন্দী হবে।
শনিবার সন্ধ্যার আগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা মহিলা দল আয়োজিত কামারখন্দ হাটখোলায় বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, জামায়াতের কর্মীরা কোরআন শিক্ষার কথা বলে তালিমের নামে ধর্মের দোহাই দিয়ে মিষ্টি মিষ্টি কথায় নারীদের বিভ্রান্ত করছে। তারা বলছে, ভোট দিলে পাল্লায়, ভোট পাবে আল্লায়। জামায়াতকে ভোট দিলে ইসলামের বিজয় হবে। অথচ ১৪০০ বছর আগে ইসলামের বিজয় হয়েছে। তারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে বিভক্তি তৈরি করছে। ধর্মকে ব্যবহার করে দ্বন্দ্ব, হাঙ্গামা, মারামারি ও কাটাকাটির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
নারীদের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়া এক নারী। একজন নেত্রী। তিনি নারীদের উন্নয়নের জন্য নারীদের লেখাপড়া ফ্রি করে দিয়েছিলেন। আগামীতে আপনাদের মূল্যবান ভোটে বিএনপি ক্ষমতায় আসলে নারীদের শিক্ষা ও ফ্যামিলি কার্ডসহ নারীদের প্রতিষ্ঠিত করতে নানা উদ্যোগ গ্রহণ করবে।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফেরদৌস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক উত্থান সরকার ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই