বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, 'দল-মত নির্বিশেষে বাংলাদেশের মানুষ সুষ্ঠু ভোট দেখতে চায়। গত ১৭ বছর গণতন্ত্র হরণ করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভোট নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। '
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে 'গজারিয়া স্পোর্টিং ক্লাব' আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে তিনি এসব কথা বলেন।
এ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হানিফ মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ আরো বলেন, 'বাংলাদেশের নাগরিক হিসেবে আমি ধিক্কার জানাই তাদের, যারা গত দশ মাস ধরে ঐকমত্য কমিশনের নামে দিনের পর দিন নাটক করেছে। আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে যে রিপোর্ট ঐকমত্য কমিশন জমা দিয়েছে, সেই রিপোর্ট বাংলাদেশের ১৭ কোটি মানুষের সাথে ধোঁকাবাজি ছাড়া কিছুই না। '
তিনি সুষ্ঠু ভোটের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, 'দেশে আজ আইন-শৃঙ্খলার অবনতি। কোনো মানুষের নিরাপত্তা নেই। ব্যবসা-বাণিজ্য হচ্ছে না। কর্মসংস্থান হচ্ছে না। এজন্য দরকার সুষ্ঠু ভোট। '
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, 'এ সরকার যদি ফেব্রুয়ারির প্রথম দিকে ভোট দিতে ব্যর্থ হয়, ডিসেম্বরে নির্বাচনের সিডিউল ঘোষণা করতে গড়িমশি করে, তাহলে বুঝে নেব ক্ষমতার লোভ তাদের পেয়ে বসেছে। '
তিনি যুব সমাজ ও ছাত্র সমাজের উদ্দেশ্যে বলেন, 'যুব সমাজ ছাত্র সমাজকে মাদক ও সকল অপকর্ম থেকে দূরে থাকতে হলে খেলাধুলা ও পড়াশোনার বিকল্প নেই।'
বিডি প্রতিদিন/কেএ/হিমেল