নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহামেদ বাবুল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে এদেশের উন্নয়নের সূচনা করেছিলেন। বর্তমানে বিদেশে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হয়েছে এবং রেমিট্যান্সে দেশ সমৃদ্ধ হচ্ছে, সেটাও তাঁরই অবদান।
শুক্রবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া, পশ্চিম নয়ানগর, কল্যান্দী, জিওধরা, মাধবপাশা ও ফরাজীকান্দা এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আবু জাফর আহামেদ বাবুল বলেন, আমি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। আজ দেশে লক্ষাধিক গার্মেন্টস ফ্যাক্টরিতে কোটি মানুষ কাজ করছে—এই শিল্প বিকাশের ভিত্তি রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আজ আপনাদের সঙ্গে দেখা করতে ও পরিচিত হতে এসেছি। যদি বিএনপি আমাকে মনোনয়ন দেয়, তবে এলাকার উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, আপনারা সকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করবেন। আমি তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা জানাতে এসেছি।
এ সময় উপস্থিত ছিলেন আক্তার হোসেন খোকন শাহ, জিসান সুরাইয়া, রাবিয়া বশরি, আব্দুস সাত্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আশিক