মেহেরপুরের গাংনী উপজেলার মড়কা বাজারে আলিফ ফার্নিচার কারখানা পুড়ে ছাই হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। কারখানা মালিক ফারুক হোসেন জানান, প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যায় কারখানা বন্ধ করে বাড়ি ফিরে যান তিনি। মধ্যরাতে নাইটগার্ডের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন তার কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, আগুনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।