নড়াইলের লোহাগড়া উপজেলায় রোগীর পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বুধবার সিএন্ডবি চৌরাস্তায় অবস্থিত ক্লিনিকটিতে এই অভিযান চালায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অভিযোগের ভিত্তিতে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিক পরিদর্শন করি। বিভিন্ন অব্যবস্থাপনা চোখে পড়ায় ক্লিনিকের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার দক্ষিণ পাংখারচর গ্রামের শওকত মোল্যার সন্তানসম্ভবা স্ত্রী সুমি খানমকে গত শনিবার মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ৯ ডিসেম্বর রোগী সুমির ফুফাতো ভাই সিভিল সার্জন নড়াইল বরাবর লিখিত অভিযোগ দেন।