মিয়ানমার থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশকালে আট রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। ৬৪ বিজিবির একদল সদস্য টেকনাফের হোয়াইক্যং থেকে গতকাল ভোরে তাদের আটক করে। উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ জানিয়েছেন, হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল বিআরএম-১৮ হতে ১.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তের ওবিএম-২ পোস্ট এলাকা দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় মিয়ানমারের আটজন রোহিঙ্গাকে আটক করে। আটকদের মধ্যে তিনজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।