অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ১০৬.০৬ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। গতকাল সকালে ঢেলাপীড়ে জমির কাগজপত্র বুঝিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম। এ সময় নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার ও মেহদি ইমাম এবং বেজার সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্র জানায়, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ২০১৬ সালে ১০৬.০৬ একর জমি রেজিস্ট্রি সম্পন্ন হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, কাদিখোল এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। দ্রুত কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ।