নীলফামারীতে নকল ওষুধ ও খাদ্য কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রায় ৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল ওষুধ ও খাদ্য উদ্ধার এবং বিনষ্ট করা হয়। পরে কারখানা মালিক গোলাম রব্বানীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা। গতকাল কিশোরগঞ্জ উপজেলার বাজে ডুমুরিয়া সরকারপাড়া গ্রামে এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শামসুল আলম।