ফরিদপুরের ভাঙ্গায় চোখে লাইট মারা নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- একই এলাকার শেখ মিরান (৪৫) ও তার ছেলে জিদান (১৬)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মিরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া জিদান ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। শেখে মিরানের বড় বোন খাদিজা বেগম ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মিরানের চোখে লাইট মারে একদল দুর্বৃত্ত। এ নিয়ে তার সঙ্গে দুর্বৃত্তদের ঝগড়া হয়। এর জেরে তারা মিরানকে কুপিয়ে জখম করে। মিরানের চিৎকারে তার দুই ছেলেসহ আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা এবং ছেলে জিদানকেও কুপিয়ে জখম করে। এ সময় গ্রামবাসী এগিয়ে রানা মুন্সি (২৮) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মিরান-জিদান ছাড়াও হামলায় আহত আরও চারজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘হামলাকারীদের সঙ্গে ওই এলাকার অন্য কারও বিরোধ রয়েছে। হামলাকারীরা মিরান শেখের বাড়ির সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় মিরান শেখের চোখে লাইট মারে। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তারা মিরান ও তার ছেলেকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন হামলাকারী দলের একজনকে আটক করে পুলিশে দেয়।’