গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে বালু তোলা বন্ধে কঠোর অবস্থানে প্রশাসন। এক মাসে প্রশাসনের অভিযানে ১৯টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, গত এক মাসে উপজেলার মাঝবাড়ি, লখণ্ডা, কালীগঞ্জ, ডুমরিয়া, উনশিয়া, বর্ষাপাড়া ও বানিয়ারী এলাকায় অভিযানে এসব ড্রেজার জব্দ করা হয়। একই সঙ্গে ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। স্থানীয়দের থেকে অভিযোগ পাওয়ার পর ইউএনও সাগুফতা হক ও এসি ল্যান্ড মাসুম বিল্লাহ মাঠে নামেন। ইউএনও সাগুফতা হক বলেন, খাল-বিলের পরিবেশ ও প্রকৃতি রক্ষা আমাদের দায়িত্ব। অবৈধ বালু তোলার বিরুদ্ধে অভিযানে কোনোভাবেই শিথিলতা দেখানো হবে না।