নোয়াখালীর সোনাইমুড়ীতে ধানের বীজতলায় প্রতিবেশীর পাতা ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে নুরুল হুদা (৫১) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। উপজেলার শিবপুর গ্রামে গতকাল এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শিবপুর গ্রামের রিয়াজ তার বাড়ির পাশে ধানের বীজতলা করেছেন। ইঁদুরের উপদ্রব থেকে বীজতলা রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ পাতেন তিনি। শনিবার ভোরে পাশেই বীজতলা করতে যান প্রবাসী হুদা। তখন অসাবধানতাবশত বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে রিয়াজ গাঢাকা দেন। মৃতের শ্যালক পারভেজ আলম জানান, তার ভগ্নিপতি কাতার প্রবাসী ছিলেন। কিছু দিন আগে তিনি ওই দেশ একেবারে চলে আসেন।