চট্টগ্রামের ফটিকছড়ি-নাজিরহাট পুরাতন ব্রিজের পাশে নাজিরহাট ঘাট স্টেশন সংলগ্ন এক বাড়িতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে বাবু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৈঠক চলাকালে একই বাড়ির জসিম (৪৮) ও বাবুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাবু স্থানীয় মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে এবং নাজিরহাট ঘাট স্টেশন এলাকার ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্র জানায়, বৈঠকে থাকা লোকজন বাবুকে উদ্ধার করতে গেলে জসিম তাদেরও ছুরি দিয়ে আঘাত করে। এতে আহত দুজনকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটহাজারী থানার ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়া জানান, ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্তকে রাতেই এলাকাবাসী আটক করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।