জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন হয়েছে। গতকাল বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে পিয়ারপুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েন ওই ট্রেনের যাত্রীরা। রেলওয়ে সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন পিয়ারপুরে পৌঁছলে ‘ঢ’ ও ‘ণ’ নম্বর বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি ট্রেন চালক বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন।