চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন দুই বাংলাদেশি যুবক। গত রবিবার মধ্যরাতে তারা ভারতে প্রবেশ করে নিখোঁজ হন। নিখোঁজ আবদুল মমিন (২৯) শিবগঞ্জ উপজেলার চরপাকা-শ্যামপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে এবং ইব্রাহীম আলী (৩৮) ক্যাম্পপাড়া এলাকার মৃত মজিবুরের ছেলে। বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, শুনেছি, দুই বাংলাদেশি ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে।
জানা গেছে, গত রবিবার মধ্যরাতে শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি গরু আনতে যান। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে।