নোয়াখালীতে চোর সন্দেহে পিটিয়ে দিনমজুর হত্যা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. লুৎফুর রহমান ওরফে লাতু (৫৯)। গতকাল পিবিআইয়ের এসপি আর এম ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাতু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে সোমবার সন্ধ্যায় যাদবপুরথেকে তাকে আটক করা হয়। ২০২৪ সালের পয়লা মে রাতে নরোত্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহর বাড়িতে হত্যা করা হয় দিনমজুর আলাউদ্দিনকে (২৬)।
তিনি বাটইয়া গ্রামের মহিন উদ্দিনের ছেলে। গ্রেপ্তার লুৎফুরের বাড়ি যাদবপুর গ্রামে। এসপি বলেন, মঙ্গলবার আসামিকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।