ফটিকছড়িতে গাছের সঙ্গে হাত ও গলা বাঁধা এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নাজিরহাট পৌরসভার উদালিয়া চা বাগানের মদিনা টিলা এলাকায় গতকাল লাশটি পাওয়া যায়। নিহত চালকের নাম সোহেল মিয়া (১৭)। তিনি লালমনিরহাটের আদিতমারির মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।