আজ ৩ ডিসেম্বর মুক্ত হয়েছিল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিল কোটালীপাড়া। এদিন আনন্দের বন্যা বয়ে গিয়েছিল কোটালীপাড়ায়। অনেক দুঃখ বেদনার পরও সেদিন এলাকার মানুষের মধ্যে ছিল আনন্দের জোয়ার। ৭১ সালের এই দিনে কোটালীপাড়ার কাকডাঙ্গা রাজাকার ক্যাম্পে হামলা করে পতন ঘটায় হেমায়েত বাহিনীর সদস্যরা।