খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লিখিত এবং পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহের ১৬টি বিভাগে ১ হাজার ৬৫ শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় ১২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। আগামীকাল থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ১৪ ডিসেম্বর টাকা জমা দেওয়ার শেষ দিন। ডিসেম্বর টাকা জমা দেওয়ার শেষ দিন।