চাঁদপুর সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৫১ জন আটক হয়েছে। সদর মডেল থানার ওসি বাহার মিয়া গতকাল এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় শুরু করে মধ্যরাত পর্যন্ত শহরের মূখার্জিঘাট, চৌধুরী ঘাট, লন্ডন ঘাট, ছায়াবানী মোড়, পুরান আদালত পাড়া, কালিবাড়ি প্ল্যাটফরমসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। মডেল থানা পুলিশের অভিযানে আটক হয় কিশোর গ্যাংয়ের ৪৫ সদস্য। এর মধ্যে ১৩ জন জুয়াড়ি, একজন সাজাপ্রাপ্ত আসামি ও একজন মাদক বিক্রেতা। ডিবি পুলিশের অভিযানে আটক করা হয় ছয় সন্দেহভাজন কিশোর অপরাধীকে। ওসি বাহার মিয়া জানান, এ ধরনের অভিযান নিয়মিত চলবে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।