বরিশাল মহানগরীর দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল এনএসআই এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাসিবুল হাসান। তিনি জানান, সদর রোডে মেট্রো প্লাস ডায়াগনস্টিক সেন্টারে বৈধ সনদ না থাকায় ৩০ হাজার ও কীর্তনখোলা ডায়াগনস্টিক সেন্টারে অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ সনদের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।