সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে চিনিকলের প্রধান ফটকে এর আয়োজন করে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ। এ ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি চিনিকলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়ার পাঁচ বছর পূর্তি উপলক্ষে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হয়েছে। পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা বাপনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা জামায়াত নেতা কাজী নূর আলম প্রমুখ।