নড়াইলের কালিয়া পৌরশহরের ছোট কালিয়া উত্তরপাড়ায় বট-পাকুড় গাছের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। হিন্দু রীতিতে পূজা-অর্চনা, সাজসজ্জা, নাচ-গান, অতিথি আপ্যায়ন, দান-দক্ষিণা সবই ছিল এ আয়োজনে। আয়োজন আর উৎসবে দেখে বোঝার উপায় ছিল না, এটি বট-পাকুড়ের বিয়ে। জানা যায়, ১২ বছর আগে পাকুড় ও বটগাছ লাগিয়েছিলেন কাঞ্চিরাম বিশ্বাস। স্থানীয় লোকাচার অনুযায়ী বট-পাকুড়গাছ একত্রে বেড়ে উঠলে তাদের বিয়ে দেওয়ার রীতি প্রচলিত আছে। কাঞ্চিরাম বিশ্বাস বট-পাকুড়গাছ বিয়ের বিষয়টি স্বপ্নে দেখেন। সেই লোকাচার মেনেই শুক্রবার মহাধুমধামে বিয়ে দেওয়া হয়। বটগাছটিকে কনে ও পাকুড় গাছটিকে বর মেনে সনাতন ধর্মীয় রীতিতে যেভাবে মানুষের বিয়ের আয়োজন করা হয়, ঠিক সেভাবেই বিয়ের যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। বিয়েতে বরের বাবার ভূমিকায় ছিলেন সুমন বিশ্বাস ও কনের বাবা-মায়ের ভূমিকায় ছিলেন কাঞ্চিরাম বিশ্বাস দম্পতি। দুই পরিবার পঞ্জিকা দেখে তিথি-নক্ষত্র মেনে বিয়ের দিনক্ষণ ঠিক করেন। সঙ্গে অতিথিদের খাওয়া-দাওয়ার আয়োজন, ছায়াম প তৈরি, বর-কনের সাজসজ্জা ও কেনাকাটা করা হয়।