দিনাজপুরের বিরল সীমান্তের অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার ডুংডুঙ্গি বিওপির দক্ষিণ মেড়াগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শীতার্তদের মধ্যে ৩০০টি কম্বল এবং শিশুদের ১০০টি বস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া ৫০০ জন নারী-পুরুষ এবং শিশুকে চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ৪২ বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার উপমহাপরিচালক কর্নেল ফয়সল হাসান খান। তিনি বলেন, বিজিবি সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সব সময় অগ্রণী ভূমিকা রাখছে। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যে কোনো দুর্যোগ মোকাবিলায় সব সময় বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।