শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে কৃষকদের পণ্য আধুনিক প্রযুক্তিতে সংরক্ষণ এবং বিপণনের সুবিধার্থে জাপান সরকারের জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে নির্মিত এগ্রো বিজনেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার নলকুড়া রাবারড্যাম এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাইকার কান্ট্রি ডিরেক্টর তোমোহিদি ইচিগুচি।