বরিশালের মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ জাকির হোসেন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে কাজিরহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাকির মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের ভাঙ্গা গ্রামের মনছের আলী মিয়ার ছেলে। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ উপজেলার ভাঙা গ্রামে অভিযান চালায়।