গাজীপুরের কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন হানিওয়েল গার্মেন্টের শ্রমিকরা। গতকাল সকালে সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্ট শ্রমিকরা প্রথমে কারখানার মূল ফটকে অবস্থান নেন। পরে তারা পিএন কম্পোজিট কারখানার সামনে গিয়ে হই চই শুরু করে। তারা ওই গার্মেন্টের শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায়।
পুলিশ ও শ্রমিকরা জানান, হানিওয়েল গার্মেন্টের শ্রমিকরা জিএম এবং অ্যাডমিন অফিসারের অপসারণসহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ২৫ নভেম্বর থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিস প্রদান করে। ২৬ নভেম্বর বিভিন্ন সেকশনের ৫৮ শ্রমিককে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বলেন, আমরা কাজ করতে চাই। কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি দ্রুত যেন কারখানা খুলে দেওয়া হয়। গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, সকালে বন্ধ হানিওয়েল গার্মেন্টের শ্রমিকরা পিএন কম্পোজিট লিমিটেডের সামনে এসেছিল। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার কলকারখানা অধিদপ্তরে মালিক ও শ্রমিক পক্ষ এ নিয়ে বসার কথা রয়েছে।