মাদারীপুরের কালকিনির একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মালামালসহ তিনটি দোকানঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল ভোরে উপজেলার সাহেবরামপুর বাজারে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানায়, সাহেবরামপুর বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইউএনও সাইফ উল আরেফীন বলেন, ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।