মাদারীপুরে গতকাল রাতে শিশুর মৃত্যুর জেরে ঘাতক প্রাইভেট কারে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর ও রাঙ্গামাটি জেলায় সড়ক দুর্ঘটনায় নানি-নাতনিসহ আটজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
মাদারীপুর : সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ এলাকায় গতকাল সন্ধ্যায় একটি প্রাইভেট কারের ধাক্কায় সুরাইয়া কাজী নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত এবং একজন আহত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বিক্ষুব্ধ হয়ে প্রাইভেট কারটিতে আগুন ধরিয়ে দেয় এবং গাড়িতে থাকা একজনকে গণপিটুনি দেয়। নিহত সুরাইয়া কাজী (১০) দেলোয়ার কাজীর মেয়ে। চাঁদপুর : বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ পশ্চিম বাজারে বাসচাপায় প্রাণ হারিয়েছেন নানি-নাতনি। তারা হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রবাসী মানিকের মেয়ে মার্জিয়া এবং তার নানি ফরিদগঞ্জ উপজেলার নাজমা বেগম। কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গতকাল বিকালে বাসের ধাক্কায় ইটবাহী ট্রলির দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- তাফাজ্জল হোসেন (৪৫) ও খোরশেদ (৪০)। লক্ষ্মীপুর : রামগঞ্জে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। বিকালে উপজেলার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের খলিফার দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪)। রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়কের সীতাঘাট এলাকায় বৃহস্পতিবার রাতে সৌদিয়া পরিবহনের ধাক্কায় ইলিয়াছ নামে এক যুবক নিহত হন। নিহত ইলিয়াছ কাপ্তাই উপজেলার বাসিন্দা। তিনি কাপ্তাই জেটিঘাট এলাকায় এস আলম কাউন্টারের টিকিট বিক্রেতা হিসাবে কর্মরত ছিলেন। এর আগে সন্ধ্যায় লংগদু উপজেলায় ট্রাকের চাপায় মাসুম আল হাছান (১৪) নামে বাইসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মাসুম ওই এলাকার আবদুল হান্নানের ছেলে।