মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সকালে স্থানীয় আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে।
চা বাগান, হাওড় ও পাহাড় বেষ্টিত এ উপজেলা ভোরবেলা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে শীতের তীব্র বাড়তে থাকে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় এবং ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।