চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যদ্রব্য তৈরির অপরাধে রাজধানী বেকারিকে ৩০, রাজশাহী বেকারিকে ৩০, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে দেবিনাথ ফার্মেসিকে ১০, বিথী ফার্মেসিকে ৫, মেয়াদোত্তীর্ণ কসমেটিকস রাখায় জারা কসমেটিকসকে ৫, মূল্যতালিকা না থাকায় বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডারকে ৫, হাজি স্টোরকে ৫, মায়ের দোয়া মাংসের দোকানকে ৩ এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে জারা কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।