গাইবান্ধায় গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সদর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মালগাড়া এলাকার আবুল হাসেম (২৪), শিবরাম বাঁশবাড়ী এলাকার মাহবুব হোসেন (২৩) ও শিবরাম বামনটারি এলাকার মনির হোসেন (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বুধবার দুপুর ১২টার দিকে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে ওই তিন যুবককে তল্লাশি করে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। উপপরিচালক শাহ নেওয়াজ বলেন, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’