জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান নাজির ইনসাফ আলীর বিরুদ্ধে রয়েছে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও কর্মচারী নিয়োগ-বদলিতে প্রভাব বিস্তারসহ নানান অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে তাকে বদলি করা হয়েছিল ধারণা সংশ্লিষ্টদের। অভিযোগগুলো নিষ্পত্তি না হতেই তাকে স্বপদে ফিরিয়ে আনা হয়েছে। নাজির ইনসাফের অনিয়ম-দুর্নীতির বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর আবেদনও করেছেন এক ব্যক্তি। সব অভিযোগ অস্বীকার করে ইনসাফ আলী বলেন, ‘স্যাররা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি কাজ করছি। কেন আমাকে দেড় মাসের ভিতর এখানে ফিরিয়ে আনা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে আমাদের বলার কিছু নেই।
জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, আমি এখানে নতুন এসেছি। বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে কোনো সমস্যা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যানুযায়ী, হেড নাজির ইনসাফকে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর তার পদ থেকে বদলি করা হয়। মাত্র দেড় মাসের মধ্যে তাকে পুনরায় হেড নাজির পদে ফিরিয়ে আনা হলো। একটি গুরুত্বপূর্ণ কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তাকে এত কম সময়ের ব্যবধানে বদলি এবং আবার স্বপদে ফিরিয়ে আনার ঘটনায় সাধারণ কর্মীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।