বৈষম্যহীন নবম পে-স্কেল ঘোষণা এবং সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য জোট। লালমনিরহাটে গতকাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের পর ঐক্য জোটের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। এতে ৩০ নভেম্বরের মধ্যে পে-কমিশনের রিপোর্ট পেশ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশেরও দাবি জানানো হয়। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। স্মারকলিপিতে বলা হয়, ২০১৫ সালের অষ্টম পে-স্কেলের প্রায় ১০ বছর থেকে চলেছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকায় একজন কর্মচারীর পক্ষে পরিবার নিয়ে জীবনধারণ অসম্ভব। ঐক্য জোটের আহ্বায়ক আনিছুর রহমান বলেন, আমাদের ন্যায্য অধিকার এবং সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।
১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে, রেলসহ সব সরকারি দপ্তরে কঠোর ও লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হব।