বাগেরহাটের শরণখোলায় কার্তুজসহ জাল টাকা উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড ও থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পূর্ব খাদা গ্রামের বাসিন্দা সোহেল তালুকদার (৩৮) ও আসাদ তালুকদারের (৩২) বাড়িতে অভিযান চালিয়ে এসব টাকা উদ্ধার করে। এ সময় পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে তিনটি তাজা কার্তুজ, ৪৩ হাজার জাল টাকা, চারটি বাটন মোবাইল ফোন, একটি হাঁতুড়িসহ দেশি অস্ত্র করা হয়। শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, উদ্ধার করা কার্তুজ ও জাল টাকা, দেশি অস্ত্রসহ মালামাল থানায় রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা মুনতাসির ইবনে মামুন।