নরসিংদী-৫ আসনে বিএনপি প্রার্থী পরির্তন দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। ত্যাগী ও কর্মিবান্ধব প্রার্থী দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার রাতে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, যারা ১৭ বছর জেল, হামলা-মামলার শিকার হয়ে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের উপেক্ষা করা হয়েছে। যিনি ১৭ বছর আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় ব্যবসা-বাণিজ্য করে অঢেল টাকার মালিক হয়েছেন, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে যা তৃণমূল মেনে নেবে না। রায়পুরা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।