বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপের ভয়ে পালিয়ে থাকা অবস্থা থেকে ফিরে আসা ২৬টি বম পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। গতকাল সকালে সদর জোনের মাঠে এসব খাদ্যসামগ্রী তুলে দেন সদর জোন কমান্ডার ও ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল ৫০ কেজি, ৫ কেজি করে ডাল, লবণ, তেল, আলু ও পিঁয়াজ।
প্রসঙ্গত, কয়েক বছর ধরে পার্বত্য এলাকার বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপের অত্যাচারে বান্দরবানের বিভিন্ন পাড়া থেকে অসংখ্য বম পরিবার পালিয়ে বিভিন্নস্থানে চলে যায়। সেনাবাহিনীর সহযোগিতা ও নিরাপত্তার মধ্যে বম পরিবারগুলো ধীরে ধীরে নিজ নিজ বাসস্থানে ফেরত আসছে।