অতিরিক্ত সচিব পরিচয়ে যশোর সার্কিট হাউসে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল তাকে যশোর কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক আবদুস সালাম (৬৭) মনিরামপুর উপজেলার এলাঞ্চি গ্রামের প্রয়াত এলাহী বক্স গাজীর ছেলে। অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার বলেন, ‘আবদুস সালাম কয়েক বছর ধরে অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা নিয়ে আসছিলেন।’