গোপালগঞ্জে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন করে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাত সদস্য আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার তারা ওসি মোস্তফা কামালের কাছে এ আবেদন করেন। তারা হলেন- কবির মোল্যা, জাহিদুল ইসলাম, ঈমান আলী, সাদিকুর রহমান সাদেক, রেহানা আক্তার লাকী ও হেনা আক্তার। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘আমি কোনো আবেদন পাইনি। তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে কি না সে বিষয়টিও আমার জানা নেই।’