বাগেরহাটের শরণখোলা থেকে প্রতারণার মাধ্যমে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন একটি ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি। সুদীপ্ত বিশ্বাস (৩০) নামের ওই প্রতারক এক মাসে বিভিন্ন ওষুধ ব্যবসায়ীসহ একাধিক ব্যক্তি ও চিকিৎসকের কাছ থেকে এ টাকা হাতিয়ে নেন। কারও কাছ থেকে ধার হিসেবে এবং কাউকে মুনাফা দেওয়ার কথা বলে টাকাগুলো সংগ্রহ করে হঠাৎ উধাও হয়ে যান। রবিবার থেকে আর দেখা মিলছে না। ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। সুদীপ্ত মাগুরা সদর উপজেলার মালন্দ গ্রামের দ্বিদল বিশ্বাসের ছেলে।
শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সুদীপ্ত প্রায় চার বছর ধরে হেলথ কেয়ার ফার্মাসিউক্যালসের বিক্রয় প্রতিনিধি হিসেবে শরণখোলায় কর্মরত আছেন। এ সময়ে চিকিৎসক, ওষুধ ব্যবসায়ীসহ স্থানীয়দের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। সেই সম্পর্ক কাজে লাগিয়ে এমন প্রতারণার সুযোগ নেন তিনি।
শরণখোলা হাসপাতাল রোডের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ডা. শুভেন্দু বিশ্বাস অভি জানান, এক সপ্তাহ আগে তার কাছে ২৫ হাজার টাকা ধার চান সুদীপ্ত। তিনি নগদ ১৫ হাজার এবং বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার দেন তাকে। এর দুই দিন পরই শুনতে পান সুদীপ্ত পালিছেন।
এ ছাড়া শরীফ ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাসের কাছ থেকে ৫০ হাজার, স্কয়ার কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ১০, একমির বিক্রয় প্রতিনিধি সাধন বাবুর কাছ থেকে ২ লাখ ৫০ হাজার, হাসপাতাল গেটের জিহাদ ফার্মেসির মালিক ইব্রাহিমের কাছ থেকে ৫০, মা ফার্মেসির রফিকের কাছ থেকে ২৫, জান্নাতি ফার্মেসির ওহিদুজ্জামানের কাছ থেকে ১০, রাজাপুর বাজারের সততা ফার্মেসির হায়দার আলীর কাছ থেকে ১ লাখ ৫০ হাজার, একই বাজারের লোককমান ফার্মেসির রেজাউল ইসলামের কাছ থেকে ১০ হাজারসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সুদীপ্ত।