বিভিন্ন অভিযোগে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল এ অভিযানে নেতৃত্ব দেন জেলা দুদকের উপপরিচালক এরশাদ আলী। তিনি বলেন, অভিযানকালে খাবারে ব্যাপক অনিয়মের চিত্র মিলেছে। নিয়ম অনুযায়ী একজন রোগীর দুই বেলায় দেওয়ার কথা ১৭০ গ্রাম মুরগির মাংস। কিন্তু পরিমাপ করে দেখা যায় দেওয়া হচ্ছে মাত্র ৭০-৭৫ গ্রাম। অথচ দরপত্র অনুযায়ী প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ধরা হয়েছে ২৯৭ টাকা। বিভিন্ন ওয়ার্ড ব্যবহার অনুপযোগী ও অপরিচ্ছন্নতার বিষয়টিও ফুটে উঠেছে। পুরো বিষয়টি তত্ত্বাধায়ককে জানানো হয়েছে। পরে দুদকে প্রতিবেদন দাখিল করা হবে।