চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনের দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘দুই পক্ষকে আলোচনা করতে ডাকা হয়েছিল। অফিসে ঢোকার পর এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়।’ দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বলেন, পরিস্থিতি শান্ত। আমরা সর্বোচ্চ সতর্ক আছি।