কুমিল্লায় হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া নোয়াখালী, পিরোজপুর, ও কক্সবাজারে পৃথক মামলায় আটজনের দণ্ডদেশ দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমিল্লা : চৌদ্দগ্রামে ব্যবসায়ী আনোয়ার হোসেন হত্যা মামলায় গতকাল দুজনের মৃত্যুদণ্ড ও পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জিয়া উল্লাহ ও জুয়েল রানা। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- ফজলুল হক, আজাদ রহমান, আবদুল কাদের, কবির আহমেদ ও সাদ্দাম হোসেন।
নোয়াখালী : সেনবাগে শিশু আশরাফুল (৬) হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন-আলাউদ্দিন ও আবদুল্লাহ হাসান আল মামুন।
পিরোজপুর : জেলায় মাদক মামলায় শারমীন আক্তার নামে একজনের যাবজ্জীবন ও দুজনের পৃথক দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
কক্সবাজার : কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন-নূর মোস্তফা এবং সোনা মিয়া।