বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক ৩৫ সদস্য। কারাফটকের সামনে আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার তাদের জামিন মঞ্জুর করেন আদালত। গতকাল সন্ধ্যা ৬টা থেকে তারা পর্যায়ক্রমে কারাগার থেকে বের হন। মুক্তিপ্রাপ্ত আসামিদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে এক, কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে দুই এবং পার্ট-২ থেকে ৩২ জন রয়েছেন। তাদের জামিনের কাগজপত্র দুপুরে কারাগারে এসে পৌঁছায়। তা যাচাইবাছাই শেষে সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়। সংশ্লিষ্ট কারাগারের জেল সুপাররা এসব তথ্য নিশ্চিত করেছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন বলেন, দুপুরে সাবেক বিডিআর সদস্যের বন্দি একজনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়।