গাইবান্ধা রেলস্টেশন এলাকায় অবৈধ দোকানপাট, ইট-খোয়ার ব্যবসা ও রেলের জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় রেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এসব ব্যবসাপ্রতিষ্ঠান অপসারণের জন্য সাত দিনের সময় দেওয়া হয়। গতকাল দুপুরে গাইবান্ধা রেল স্টেশন এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন লালমনিরহাট ডিভিশনের ডিভিশনাল স্টেট অফিসার মনজুরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত, রেলওয়ে আইসি আবদুল গনি, আরএনবি সদস্য আশুতোষ, আরএসবি সদস্য আবদুল মালেক।