দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১৩১ সদস্যদের মধ্যে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। প্রত্যেক সদস্যকে দুটি করে ছাগল, পাঁচটি করে ফ্লোরম্যাট, ছাগলের ঘর নির্মাণের জন্য চারটি করে পিলার, দুটি করে টিনসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়। গতকাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সুফল ভোগীদের মধ্যে এগুলো বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা।